ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবার ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া চাইলেন সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
বাবার ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া চাইলেন সাইফউদ্দিন বাবার ছবি হাতে সাইফউদ্দিন। ছবি: ফেসবুক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যারিয়ারের উত্থানটা দেখে যেতে পারেননি তার বাবা। দেখে যেতে পারলে ছেলের কৃতিত্বে হয়তো গর্ব করতেন। আজ ১২তম মৃত্যুবার্ষিকী সাইফউদ্দিনের বাবার। 

বাবার শেষ স্মৃতি নিয়ে বেঁচে থাকা টাইগারদের এ বোলিং অলরাউন্ডার তার বাবাকে জান্নাতবাসী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার থেকে দোয়া চেয়েছেন।  

শুক্রবার (১৯ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবার ছবি হাতে পোস্ট করা এক ছবির ক্যাপশনে সাইফউদ্দিন লেখেন, ‘আজকে আমার বাবার ১২তম মৃত্যুবার্ষিকী।

শেষ স্মৃতি বলতে এই ছবিটা ছাড়া আর তেমন কিছুই নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ’ 

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।