ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

'আপনি এই যুদ্ধেও জিতবেন ইনশাআল্লাহ'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২০, ২০২০
'আপনি এই যুদ্ধেও জিতবেন ইনশাআল্লাহ' মাশরাফি বিন মর্তুজা/ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই পেসারের করোনামুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার (২০ জুন) করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে মাশরাফির। দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।

তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তারই ফল এসেছে আজ। আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

এদিকে মাশরাফির দ্রুত আরোগ্য কামনা করেন নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি। ’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, 'আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাআল্লাহ!'

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, 'আশা করি মাঠের যোদ্ধার মতোই যুদ্ধ করে বেশ ভালোভাবেই ফিরে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি সারা দেশে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সবার জন্যই প্রার্থনা করছি সবাই যেন দ্রুত সুস্খ হয়ে ওঠে। শক্ত থাকুন চ্যাম্প। '

জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি। '

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন লিখেছেন, 'ম্যাশ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সদয় হবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। '

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'আপনি সকল যুদ্ধেই জয়ী হয়েছেন, ইনশাআল্লাহ আপনি এই যুদ্ধেও জিতবেন। আমার চ্যাম্প শক্ত থাকুন, ভাই। '

অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, 'আল্লাহ্‌ আপনাকে দ্রুত সুস্থ হওয়ার শক্তি দিন, মাশরাফি ভাই। সবাই তার দোয়া করবেন প্লিজ। '

আরও পড়ুন- করোনা আক্রান্ত মাশরাফি
                 দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন মাশরাফি
                 মাশরাফির সুস্থতায় সব ধরনের সহযোগিতা করবে বিসিবি

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ২০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।