ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে আফগান উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ২১, ২০২০
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে আফগান উইকেটরক্ষক

সম্প্রতি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আফগানিস্তান জাতীয় দলের উইকেটরক্ষ-ব্যাটসম্যান আফসার জাজাই। এই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

করোনা ভাইরাসের কারণে বর্তমানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দৈন্য দশা চলছে। এরইমাঝে নতুন করে আরেক দুঃসংবাদ শুনতে হলো।

যদিও ক্রিকেটে ফিরে দলটি ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে।

জাজাই এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের পরিবর্তে আফগান দলে সুযোগ পেয়েছিলেন। তিনি গ্রুপ পর্বের ৬টি ম্যাচই খেলেছিলেন।

তিনি সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।