ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবিয়ান লিগ থেকে নাম প্রত্যাহার করলেন গেইল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ক্যারিবিয়ান লিগ থেকে নাম প্রত্যাহার করলেন গেইল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২০ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এই লিগটির প্লেয়ার্স ড্রাফটের মাত্র একদিন আগেই এমন ঘোষণা দিলেন ইউনিভার্সাল বস খ্যাত এই তারকা।

আগামী ২৪ জুন প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিনিদাদ এন্ড টোবাগোতে এবারের সিপিএল গড়ানোর কথা।

তবে মহামারি করোনা ভাইরাসের কারণে স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষেই এই আসর গড়াবে।

এদিকে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, সোমবারই (২২ জুন) গেইল তার সিদ্ধান্তের কথা ক্লাব সেন্ট লুসিয়া জুকসকে জানিয়ে দেয়। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই এবার খেলার কথা ছিল তার। তবে ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।