ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনে ব্রাভোর কাছ থেকে বড় উপহার পেতে যাচ্ছেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২০
জন্মদিনে ব্রাভোর কাছ থেকে বড় উপহার পেতে যাচ্ছেন ধোনি ব্রাভো ও ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্লাব চেন্নাই সুপার কিংসের ক্যারিশমাটিক ক্রিকেটারদের একজন ডোয়াইন ব্রাভো। কেবল ব্যাট-বল হাতে নিজের দক্ষতা দেখান না তিনি, মাঠের বাইরেও দক্ষতা দেখাতে জুড়ি নেই ক্যারিবিয়ান অলরাউন্ডারের। তার গানের প্রতিভা জানে সকলে।

২০১৬ সালে ‘চ্যাম্পিয়ন’ নামে একটি গান প্রকাশ করেছিলেন ব্রাভো। সেই গান শ্রোতামহলে বেশ জনপ্রিয়ও হয়েছিল।

এবার আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। তবে এই গান প্রকাশের ক্ষেত্রে রয়েছে চমক।  

০৭ জুলাই গানটি প্রকাশ করবেন ব্রাভো। প্রকাশের ক্ষেত্রে এই বিশেষ তারিখ বেছে নেওয়ার কারণ, গানটি তিনি উৎসর্গ করবেন তার সিএসকে সতীর্থ মহেন্দ সিং ধোনিকে। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের জন্মদিন যে এইদিনে। ব্রাভো গানটির নামও রেখেছেন ‘৭’।  

চেন্নাইয়ের অধিনায়ক ধোনিকে গান উৎসর্গ করার বিষয়টি সামাজিক যোগাযোগ ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন ব্রাভো নিজে।  

চেন্নাই সুপার কিংসকে অনেক জয় এনে দিয়েছেন ধোনি-ব্রাভো। একে অপরের প্রতি বেশ আস্থাবান তারা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।