ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তবু নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
তবু নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান .

দলের ১০ জন ক্রিকেটারের করোনা পজিটিভ। তাতে কী? নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফরে যাওয়ার সব ব্যবস্থা পাকা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অনুযায়ী আগামী রোববার (২৮ জুন) ইংল্যান্ডে পৌঁছে যাবে বাবর আজমবাহিনী। অথচ সিরিজ ঠিক কবে থেকে শুরু হবে সেটাই এখনও নিশ্চিত করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তান দলের সফর নিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে ইসিবি।  

করোনা আক্রান্ত ১০ পাকিস্তানি ক্রিকেটারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এই ১০ জনের কেউই ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যাবেন না। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল তাদের আজ লাহোরে দ্বিতীয় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ফলাফল হাতে পেলে তাদের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি।

এদিকে পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছালে সেখানেও বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর ১৩ জুলাই থেকে অনুশীলন শুরু করবে সফরকারীরা। অনুশীলন শেষে দুটি ৪ দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর শুরু হবে মূল টেস্ট সিরিজ। ৩ টেস্টের সিরিজ শেষে দুই দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচগুলো সব দর্শকশুন্য মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।