ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সুস্থ হয়ে উঠেছেন সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২০
সুস্থ হয়ে উঠেছেন সাইফউদ্দিন মোহাম্মদ সাইফউদ্দিন: ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। ১০-১২ দিন ধরে ভুগছিলেন জ্বর ও সর্দিতে। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। 

মঙ্গলবার (৩০ জুন) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে সাইফউদ্দিন অসুস্থ ছিলেন।

এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনার পরীক্ষা করেননি তিনি।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘১০-১২ দিন ধরে সাইফউদ্দিনের জ্বর-সর্দি ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন। এমনিতেই সেরে উঠেছেন। করোনা পরীক্ষা না করালেও বর্তমানে কোনো ধরনের জটিলটা নেই, ঠিক আছেন তিনি। ’

ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে বিসিবি গত ২৪ জুন থেকে এজ টেন নামক একটি অ্যাপ চালু করে। ক্রিকেটারদের জন্য তৈরিকৃত এই অ্যাপে করোনা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে ক্রিকেটারদের রেড জোন কিংবা ইয়োলো জোনে ভাগ করা হয়। সে সময় সাইফউদ্দিন রেড জোনে পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।