ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে বাফুফের উদ্যোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
নারী ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে বাফুফের উদ্যোগ বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে দেশের ফুটবল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে ঘরে বসেই ফুটবলারদের দিন পার করতে হচ্ছে এখন। এই সময় নারী ফুটবলারদের ফিটনসে ধরে রাখার জন্য উদ্যোগ নিয়েছে বাফুফে।

মঙ্গলবার (৩০ জুন) বাফুফের এই উদ্যোগের কথা জানিয়েছেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নারী ফুটবলাররা যেন তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারে সেজন্য ‘মেইক ইট কাউন্ট’ নামক একটি কর্মসূচীর চালু করছে বাফুফে।

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত সময়ে আমাদের মেয়ে খেলোয়াড়দের অবশ্যই বাড়িতে নিজেদের ফিটনেস ও স্বাস্থ্য ধরে রাখার ব্যাপারে সক্রিয় হতে হবে। আশা করছি, আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মেয়েরা তাদের উন্নতি অব্যাহত রাখবে আর আমরাও প্রতিনিয়ত তাদের সহায়তা করতে পারবো। আমরা আশাবাদী, যত দ্রুত সম্ভব বয়সভিত্তিক মেযেদের দলকে মাঠে ফিরে পাবো। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।