ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এক মাসে ৪ কেজি ওজন কমালেন সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২, ২০২০
এক মাসে ৪ কেজি ওজন কমালেন সাইফউদ্দিন অনুশীলনে সাইফউদ্দিন

করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে দেশের ক্রিকেট। তবে বন্ধ নেই মোহাম্মদ সাইফউদ্দিনের ফিটনেস অনুশীলন। নিজেকে ফিট রাখতে জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ বোলিং অলরাউন্ডার। 

বৃহস্পতিবার (০২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর অনুশীলনের এক ভিডিও পোস্ট করেছেন সাইফউদ্দিন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিও’র ক্যাপশনে লেখা, ‘আলহামদুলিল্লাহ প্রায় এক মাসের চেষ্টায় ৪ কেজি ওজন কমিয়ে আনলাম।

কয়েকদিন আগে জ্বর-সর্দি থেকে সুস্থ হয়ে ওঠেছেন সাইফউদ্দিন। ১০-১২ দিন জ্বর-সর্দিতে ভুগলেও করোনা পরীক্ষা করেননি তিনি। গত মঙ্গলবার (৩০ জুন) বিসিবি’র প্রধান চিকিৎসক গণমাধ্যমে সাইফের সুস্থ হয়ে ওঠার খবর জানান।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।