ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাস্তাতেই ফিটনেস অনুশীলন করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
রাস্তাতেই ফিটনেস অনুশীলন করলেন মুশফিক অনুশীলনে মুশফিক

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী হিসেবে খ্যাতি আছে মুশফিকুর রহিমের। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট স্থগিত থাকলেও অনুশীলন বন্ধ নেই এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানর। 

করোনার কারণে গৃহবন্দী অবস্থাতেও ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে তাকে। এবার রাস্তাতেও দৌড় ও শারীরিককভাবে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে ঘাম ঝরাতে দেখা গেলো মুশিকে।

 

রাস্তায় অনুশীলনের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী তারকা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিও ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ভোরের কাজ সম্পন্ন। আলহামদুলিল্লাহ। ’ 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।