ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ড. আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ড. আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো: রুবেল হোসেন ড. আসিফ মাহমুদ ও রুবেল হোসেন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে যখন পৃথিবী আতঙ্কে তখন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশে প্রথমবারের মতো ভ্যাকসিন আবিষ্কারের দাবি তুলেছে গ্লোব বায়োটেক। 

এরইমধ্যে বড় কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হলে ট্রায়াল শেষে আগামী ডিসেম্বরেই এই ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ।  

গণমাধ্যমে যখন তিনি ভ্যাকসিন আবিষ্কারের কথা বলছিলেন তখন বিশাল এক অর্জনের আনন্দে কেঁদে দিয়েছিলেন।

কিন্তু দেশের মানুষ যেন এখনও সন্দিহান ওনার এই আবিষ্কার নিয়ে। জুটেনি অভিনন্দনও। তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।  

ফেসবুক পেজে রুবেল হোসেনের পোস্ট করা ছবিকরোনার কারণে ক্রিকেট স্থগিত থাকায় দেশের অন্যতম এই পেসারের সময়টা এখন বেশিরভাগই কাটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভ্যাকসিন আবিষ্কার নিয়ে ড. আসিফ মাহমুদকে সন্দেহ ও অভিনন্দন না জানানো বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের জনগণকে ‘ভণ্ড জাতি’ হিসেবে অভিহিত করেছেন তিনি। সঙ্গে ড. আসিফ মাহমুদের ছবি পোস্ট করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কান্না চলে আসছে!’

রুবেলে আরও লিখেছেন, ‘বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়। অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি। ’ 

‘বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদের নেই, এই জন্যে এ দেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারণ জ্ঞানীদের কদর এ দেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো। ’ 

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।