ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লন্ডনে বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
লন্ডনে বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার নাজমুল হাসান পাপন/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (০৮ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লন্ডনে বিসিবি সভাপতির অস্ত্রোপচার করা হয়।

বৃস্পতিবার (০৯ জুলাই) সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।  

গত ২১ জুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনে যান বিসিবি সভাপতি।

কোয়ারেন্টিন শেষে ডাক্তার দেখানোর পর তার অস্ত্রোপচার করা হয়।

জালাল ইউনুস বলেন, ‘বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর অপারেশন শেষ হয়েছে। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আমাকে জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং বিসিবি সভাপতি বর্তমানে সুস্থ আছেন। ’

নাজমুল হাসান পাপনের প্রোস্টেট (মূত্রাশয় ও মূত্রনালীতে) সমস্যা অনেক আগে থেকেই ছিল। বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুর ও ইংল্যান্ডে চিকিৎসা করাতে এবং নিয়মিত দেশের বাইরে মেডিকেল চেকআপ করাতে যান।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।