ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার ঢাকায় আসবেন ডমিঙ্গো-কুক, পরগু গিবসন

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
রোববার ঢাকায় আসবেন ডমিঙ্গো-কুক, পরগু গিবসন রাসেল ডমিঙ্গে ও রায়ান কুক

বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে আগামী রোববার (০৬ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

 

আর সোমবার (০৭  সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে ঢাকায় আসবেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন। শনিবার (০৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

তিনি জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইন্সে রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ডমিঙ্গো ও কুকের। আর ওটিস গিবসন অবতরণ  করবেন সোমবার (৭ সেপ্টম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে।

ঢাকায় এসে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন তারা। ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্গায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।