ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাবনায় ত্রিদলীয় প্রিমিয়ার লীগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
পাবনায় ত্রিদলীয় প্রিমিয়ার লীগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত পাবনায় ত্রিদলীয় প্রিমিয়ার লীগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত

আগামী অক্টোবরে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) ক্রিকেট। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লীগে অংশগ্রহণকারী তিন দলের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠান।

 

চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাটমোহর ডায়মন্ড ফুড কর্নার অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, চিকিৎসক ডাক্তার এম এ মতীন, সাংবাদিক শাহীন রহমান, এম এ জিন্নাহ, তুষার ভট্টাচার্য, ব্যবসায়ী রনি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।  

চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালুর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমীর সহ-সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস।  

অনুষ্ঠানের শুরুতে লটারীর মাধ্যমে তিনজন আইকন প্লেয়ারকে বাছাই করে নেন তিন দলের কোচ ও ম্যানেজার। তাদের মধ্যে চাটমোহর ওয়ারিয়র্সে রাসেল শেখ, চাটমোহর ফাইটারে মোবারক হোসেন এবং চাটমোহর রাইডার্সে সজিব কুমার দাস অন্তর্ভূক্ত হয়।  
পরে এ প্লাস, এ, বি ও সি ক্যাটাগরির অন্তর্ভূক্ত ৪৬ জন খেলোয়াড়কে লটারীর মাধ্যমে ডেকে নেয় দল তিনটি।

চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, গত ২৫ আগস্ট ত্রিদলীয় ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন ফর্ম বিতরণ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত লীগে অংশ নিতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন ৬১ জন ক্রিকেটার। তার মধ্য থেকে সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে নিলামের জন্য বাছাই করে চাটমোহর ক্রিকেট একাডেমী। তিন দলে তিনজন অভিজ্ঞ কোচও নিয়োগ দেয় ক্রিকেট একাডেমী।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপেম্বর ০৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।