ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস রোহিত ও ধোনি

২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস। ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর, আবু ধাবিতে।

 

রোববার (০৬ সেপ্টেম্বর) এমন ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।  

আইপিএলের এবারের আসরের পরের দুই ম্যাচ হবে দুবাইতে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এবং ২১ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর।  

শারজাহ’য় প্রথম ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর, চেন্নাই সুপার কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।  

আইপিএলের এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে। তার মধ্যে ২৪ ম্যাচ হবে দুবাইতে, আবু ধাবিতে হবে ২০ ম্যাচ এবং ১২ ম্যাচ হবে শারজাহ’য়।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।