ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব

সাকিব আল হাসানে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। তাই ক্রিকেট মাঠে ফিরতে আর বাধা নেই তার।

চলতি নভেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে আবার মাঠে দেখা যাবে সাকিবকে। যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব দেশে ফিরবেন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে।

বুধবার (০৪ নভেম্বর) বিসিবির একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে। সূত্রটি জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আসবেন সাকিব।

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন সাকিব। বিকেএসপিতে প্রায় এক মাসের মতো অনুশীলন করেছেন। পরে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সেপ্টেম্বরের শেষের দিকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।