ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৬ বছর পর বিগ ব্যাশে মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
৬ বছর পর বিগ ব্যাশে মিচেল স্টার্ক মিচেল স্টার্ক

আসন্ন বিগ ব্যাশ লিগের (বিবিএল) জন্য সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিচেল স্টার্ক। ৬ বছর অনুপস্থিত থাকার পর বিবিএলে খেলবেন এই অস্ট্রেলিয়ান পেসার।

গ্রীষ্মের একটি বড় অংশ ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে মাথা ঘামাতে হবে স্টার্ককে। আশা করা হচ্ছে, বিবিএলে তাকে শেষ তিন ম্যাচ এবং ফাইনাল সিরিজে পাওয়া যাবে।

এছাড়া আসন্ন মৌসুমের জন্য মেলবোর্ন স্টার্সে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের দশম খেলোয়াড় হিসেবে বিবিএলের এই মৌসুমের জন্য চুক্তি করলেন তিনি।

এবারই প্রথম বিগ ব্যাশে খেলবেন বেয়ারস্টো। আশা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের পর ক্রিস্টমাস শেষে তাকে পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।