ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ফিটনেস টেস্ট বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
সাকিবের ফিটনেস টেস্ট বুধবার সাকিব আল হাসান। ছবি: শোয়েব মিথুন

নিষেধাজ্ঞা শেষে সোমবার (০৯ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগমন ঘটে সাকিব আল হাসানের। লক্ষ্য মাঠে ফেরার প্রস্তুতি।

 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস টেস্ট দিতে সকাল ৯টার সময় আসার কথা ছিল সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার এলেও ফিটনেস টেস্ট দেননি।

সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি আরও জানান, আগামী বুধবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্ট দেবেন সাকিব।

তুষার কান্তি বলেন, 'যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড-১৯ পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট। '

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।