ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিটনেস টেস্টে পাস আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ফিটনেস টেস্টে পাস আশরাফুল মোহাম্মদ আশরাফুল। ফাইল ফটো

চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের জন্য সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারেদের ফিটনেস টেস্ট।

 

আর এই ফিটনেস টেস্টে পাস করেছেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ফিটনেস টেস্টে ৩৬ বছর বয়সী তারকা পাস করলেও ফিটনেস স্কোরে পুরোপুরি খুশি হতে পারেননি তিনি। প্রত্যাশা ছিল আরও ভালো করার।

সোমবার মিরপুরে ফিটনেস টেস্ট শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে তিনি। ফিটনেস টেস্টে পাস মার্ক ছিল ১১। আর আশরাফুলের স্কোর ছিল ১১.৪। তিনি জানিয়েছেন, কিছুটা ঠান্ডা লাগার কারণে পুরোপুরিভাবে চেষ্টা করতে পারেননি।  

আশরাফুল বলেন, 'প্রায় ৮-৯ মাস পর হোম অব ক্রিকেটে এসেছি। আমি শেষ আড়াই তিন মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি। আমার বাসার সামনে স্কিল ট্রেনিং। ধানমন্ডিতে গিয়ে জিম সেশন এবং প্রচুর ম্যাচ খেলেছি শেষ দুই মাস। ঢাকার যেকোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। ফিটনেস টেস্টে ১১.৪ হয়েছে। আরেকটু ভালো হলে ভালো হতো। শেষ তিন চারদিন ঠান্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি। তারপরও খুশি। '

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।