ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার করোনায় আক্রান্ত মুমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এবার করোনায় আক্রান্ত মুমিনুল হক মুমিনুল হক/ ফাইল ফটো

মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। শুধু মুমিনুলই নন, আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা বাশারও।

কিছু উপসর্গ দেখা দেওয়ায় সোমবার (০৯ নভেম্বর) করোনা টেস্ট করান মুমিনুল। মঙ্গলবার (১০ নভেম্বর) ফলাফল পজিটিভ আসে।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুমিনুল করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ আছে। ’

সংবাদমাধ্যমকে মুমিনুল বলেন, ‘আমি গতকাল জানতে পেরেছি যে আমি পজিটিভ। খুব একটা উপসর্গ নেই। পরশু থেকে জ্বর ছিল। গতকালও ছিল। এখন কিছুটা আছে। '

আপাতত নিজ বাসাতেই স্ত্রীকে নিয়ে আইসোলেশনে আছেন মুমিনুল।  

করোনা পজিটিভ হওয়ায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।