ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হারের পর জরিমানার সঙ্গে পয়েন্টও হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
হারের পর জরিমানার সঙ্গে পয়েন্টও হারাল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দল

২০২০-২১ বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। হারের পাশাপাশি জরিমানা ও পয়েন্টও বিসর্জন দিতে হচ্ছে স্বাগতিকদের।

 

স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ কাটা যাচ্ছে অজিদের। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্টও খোয়াতে হচ্ছে তাদের।  

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রত্যেক ওভারের বরাদ্দ সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দুই পয়েন্ট কাটা যায়। এবার সেই শাস্তি পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।   

চলতি বছরের শুরুতে, একই অপরাধে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারাতে হয়।  

৪ পয়েন্ট বিসর্জন দিলেও ৩২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।