ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ঘাম ঝরালেন চোটমুক্ত সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
অনুশীলনে ঘাম ঝরালেন চোটমুক্ত সাকিব অনুশীলনে সাকিব

সব শঙ্কা পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজে থাকছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া যাবে সিরিজের প্রথম টেস্ট থেকে।

 

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল সাকিবের। ৩৩ বছর বয়সী তারকাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হওয়ায় সবার মনে শঙ্কা জেগেছিল, সাকিবকে কি সাদা পোশাকের ক্রিকেটে পাওয়া যাবে?

তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার (৩০ জানুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা চোটমুক্ত সাকিবকে।  

অনুশীলন সেশনের শুরুতে তিনি কিছুক্ষণ স্ট্রেচিং করেন। এরপর শুরু করেন নেট সেশন। শুরুতে ৩৫ মিনিটের মতো নেট প্র্যাকটিস করেন তিনি। এরপর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে আরও ১৫ মিনিট ব্যাটিং করেন সাকিব। এসময় তাকে বোলিং করেন দুই নেট বোলার। এরপর যুক্ত হন জাতীয় দলের বোলাররা।

স্পিনার তাইজুল ইসলামের বিপক্ষে মিনিট বিশেক ব্যাট করেন সাকিব। এরপর তাকে ব্যাট করতে দেখা যায় পেসার তাসকিন আহমেদের বলে।  

টেস্ট দলে সুযোগ পাওয়া দুই তারকা বোলারকে খেলা শেষে শুরু হয় থ্রো ডাউন। ব্যাটিং সেশন শেষে ফিজিও জুলিয়া কালেফাতোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সাকিবকে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।