ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

রেস জয়ের পর তামিম ইকবালকে উৎসর্গ করলেন?

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
রেস জয়ের পর তামিম ইকবালকে উৎসর্গ করলেন? তামিম ও অভিক আনোয়ার

‘তোমার জন্য গর্বিত ভাই অভিক আনোয়ার’। তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি ক্যাপশন।

তবে অন্য একটি পোস্ট শেয়ার করে তিনি এমনটি লিখেছেন। কিন্তু কে এই অভিক আনোয়ার?

আন্তর্জাতিক মোটরস্পোর্টসে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অভিক আনোয়ার। তবে মজার ব্যাপার ট্রফি জয়ের পর তিনি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে উৎসর্গ করেছেন। তবে কেন এমনটি করলেন অভিক?

অভিক আনোয়ার নিজের ফেসবুক টাইমলাইনে এর ব্যখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, একটি গল্প বলি, আমি একজন অসাধারণ ক্রিকেটারের বন্ধু যার নাম তামিম ইকবাল। তিনি ২০১৭ সালে একবার আমাকে বলেছিলেন, ভাই এত রেস করে লাভ কি জিতেন না তো। তবে ২০১৯ সালে আমি প্রথমবার রেস জিতি এবং তাকে জানাই। সেসময় তিনি ব্যাপারটি নিয়ে গর্ব করেন, কিন্তু আমি তখন তাকে উৎসর্গ করতে পারিনি। তবে আজ আমি আমার রেসের জয়কে তাকে উৎসর্গ করলাম। আমি বাংলাদেশের হয়ে আবারও জিতি এবং আমি একমাত্র ব্যক্তি যে আন্তর্জাতিক মোটরস্পোর্টসে দেশের হয়ে প্রথমস্থান দখল করি। আসরটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ, জয় বাংলা!

এই স্ট্যাটাসের পরই অভিক আনোয়ারকে শুভেচ্ছা জানান তামিম ইকবাল।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।