ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জীবনে কোনোদিন এমন ম্যাচ দেখেননি ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
জীবনে কোনোদিন এমন ম্যাচ দেখেননি ডমিঙ্গো

ম্যাচের মাঝে হঠাৎ হঠাৎই বৃষ্টির হানা। মাঝেমধ্যে বৃষ্টির মধ্যেই চলেছে খেলা।

খেলা বন্ধ হওয়ার পর আবার বৃষ্টি থামার আগেই খেলা শুরু হয়ে গেছে। কেবল তাই নয়, রান তাড়ায় নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা জানতেনই না তাদের আসলে কত রান তাড়া করতে হবে! ম্যাচ রেফারির ভুলে এই কাণ্ড ঘটেছে নেপিয়ারে। বাংলাদেশ ২৮ রানে হেরে গেলেও এই ভুল নিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় চলছে। খোদ কিউই ক্রিকেটার জিমি নিশামই এর সমালোচনা করেছেন।

বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও কম যাননি। তিনি ম্যাচ শেষে বলেছেন, এমন খেলা কখনো দেখেননি। ডমিঙ্গোর ভাষায়, 'আমার মনে হয় না, আগে এমন কোনো ম্যাচ দেখেছি যেখানে ব্যাটিংয়ে নামার সময় ব্যাটসম্যানরা জানে না লক্ষ্য কত! এটাও জানা নেই ডাকওয়ার্থ-লুইসে লক্ষ্য কত! কারও কোনো ধারণা ছিল না, ৫ ওভারে আমাদের কত দরকার বা ৬ ওভারে। কোনো ম্যাচে এরকম দেখিনি। আমার মনে হয় না, টার্গেট না জেনে ম্যাচ শুরু করা ঠিক হয়েছে। ব্যাপারটি যথেষ্ট ভালো ছিল না। '

বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে জানানো হয় ১৬ ওভারে করতে হবে ১৪৮। কিন্তু খেলা শুরুর পর আবার তা বন্ধ করে জানানো হয় একই ওভারে ১৭০ রান করতে হবে বাংলাদেশকে! ডমিঙ্গো আরও বলেন, 'তারা প্রিন্ট আউটের জন্য অপেক্ষা করছিল। হিসাব-নিকাশ চলছিল। কিন্তু খেলা শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না, কারণ সময় চলে যাচ্ছিল। সব মিলিয়ে ব্যাপারটি হতাশার। তারা যখন অপেক্ষা করছিলই, তাহলে খেলা শুরু করার প্রয়োজন ছিল না। আমাকে তারা বলেছে যে সাধারণ ইনিংসের ২-১ বল হতে হতেই এটা বের করে ফেলতে পারে। অজুহাত দিচ্ছি না, তবে খুবই হতাশাজনক আমাদের জন্য। '

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।