ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের গুড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
প্রোটিয়াদের গুড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার পর মোটামুটি সাবলীল ব্যাটিং। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ ইমার্জিং নারী দল।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ ঘরে তুললো স্বাগতিকরা।

শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যান নিগার সুলতানারা।

ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৫ রানেই বিদায় নেন ওপেনার শারমিন সুলতানা। আরেক ওপেনার মুরশিদা খাতুন অবশ্য ৭১ বলে ৭ চারে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস উপহার দেন। এছাড়া নিগার সুলতানা ১৩ আর ফরাজানা হক ১৬ রান করেন। তাদের বিদায়ের পর রুমানা আহমেদ (২*) আর লতা মণ্ডল (৬*) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে আজও ব্যাটিং বেছে নেয় প্রোটিয়া ইমার্জিং দল। ২৫ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটান নাহিদা আকতার। সেই শুরু, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। অতিথি মেয়েদের হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন অ্যানিকি বোস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান ওপেনার স্টেইনের।  

বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন রিতু মনি, নাহিদা আক্রার ও রাবেয়া খান।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ৪ ওভারে ১৫ রান খরচে ৩ উইকেট তুলে নেওয়া রাবেয়া।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।