ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনামুক্ত শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনামুক্ত শচীন

করোনা ভাইরাসকেও দারুণ ছক্কায় মাঠের বাইরে পাঠিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। এরইমধ্যে ভারতীয় কিংবদন্তি করোনামুক্ত হয়ে বাড়িতেও ফিরে গেছেন।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন শচীন। তবে করোনামুক্ত হলেও আগামী কয়েক দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

সমর্থকদের উদ্দেশে সুখবর জানিয়ে শচীন লেখেন, ‘আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম এবং বিশ্রামে থাকাকালীন আইসোলেশনেই থাকবো। শুভকামনা এবং প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ’

শচীন তার টুইটে মেডিক্যাল স্টাফদেরও ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘আমার এত ভালো যত্ন নেওয়ায় এবং এক বছরের বেশি সময় ধরে এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করে যাওয়ায় আমি মেডিক্যাল স্টাফদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ’

গত ২৭ মার্চ শচীনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর গত ২ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ডের একমাত্র মালিককে হাসপাতালে ভর্তি করা হয়।  

আরও পড়ুন- করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার

                 হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত শচীনকে

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।