ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়লেন সাকিব, টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
বাদ পড়লেন সাকিব, টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

অধারাবাহিক পারফরম্যান্সের কারণে কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দলটির চতুর্থ ম্যাচে তার বদলে দলে ঢুকেছেন সুনীল নারাইন।

বুধবার (২১ এপ্রিল) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান। সাকিব ছাড়াও বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। তার পরিবর্তে জায়গা পেয়েছেন কমলেশ নাগরকোটি।

সাকিব প্রথম তিন ম্যাচ খেলে মাত্র ৩৮ রান ও ২টি উইকেট নিয়েছেন।

কলকাতা একাদশ: নিতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কড়, ফাফ ডু প্লেসি, মইন আলী, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিদি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।