ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ভারতের ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন কামিন্স

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত এখন মৃত্যুপুরী। প্রতিদিন লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নিকট ভবিষ্যতে ভারতে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে।

এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। অনেকে আবার ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের অন্যতম কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। তিনি ভারতের প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ার' তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন কামিন্স। জৈব সুরক্ষা বলয়ে থাকলেও কোভিড আতঙ্কে ভুগছেন আইপিএলের ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সদস্যরা। সবাই করোনার ভয়াবহতা খুব কাছ থেকেই উপলব্ধি করেছেন। করোনার ভয়ে ইতোমধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। আর এই পরিস্থিতিতে আরও অনেকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

টুইটারে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দানের এই খবর জানিয়ে কামিন্স সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি এই কঠিন সময়ে আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন। কারণ তার মতে, এই সময় ঘরবন্দি সাধারণ মানুষকে কিছুটা হলেও বিনোদন দেবে আইপিএল।

কামিন্স বলেন, 'অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার কারণে আবার লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েক ঘণ্টার ম্যাচ তাদের কিছুটা হলেও মন ভালো করে দেবে। '

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।