ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফের পর মিরাজের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ২, ২০২১
সাইফের পর মিরাজের আঘাত সংগৃহীত ছবি

দিনের শুরুতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট হারালেও ফের গুছিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা মিলে জুটি গড়েছিলেন ৭৩ রানের।

অবশেষে এই জুটি ভাঙেন পার্ট-টাইম বোলার সাইফ হাসান। এরপর ফিফটির দিকে ছুটতে থাকা ধনঞ্জয়াকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।

সাইফের বলে এগিয়ে এসে ফ্লিক করেছিলেন করুণারত্নে। কিন্তু বল শর্ট লেগে থাকা ইয়াসিরের থাইয়ে লাগে। তবে বল মাটিতে পড়তে দেননি বদলি ফিল্ডার হিসেবে নামা ইয়াসির। করুণারত্নের ব্যাট থেকে আসে ৭৮ বলে ৬৬ রান। দুই ওভার পর মিরাজের বল ধনঞ্জয়ার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের থাইয়ে আঘাত করে শূন্যে ভাসলে সহজ ক্যাচ লুফে নেন স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। ধনঞ্জয়া বিদায় নেন ৫২ বলে ৪১ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। স্বাগতিকদের লিগ ৩৬৯ রানের।

চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। গতকালের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথিউস (১২) ফিরে গেছেন সাজঘরে। ম্যাথিউসের উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এবারও ক্যাচ নিয়েছেন শর্ট লেগে থাকা ইয়াসির আলী।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।  

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জবাবে ২৫১ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।