ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার কলকাতার পেসার কৃষ্ণা করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ৮, ২০২১
এবার কলকাতার পেসার কৃষ্ণা করোনায় আক্রান্ত

ভারতজুড়ে ভয়াবহ করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেও আইপিএল মাঠে গড়িয়েছিল। তবে অবস্থা বেগতিক দেখে অবশেষে আসরটি স্থগিত করে আয়োজকরা।

কিন্তু এখনও একের পর এক ক্রিকেটার বা স্টাফদের আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলেই বেশি আক্রান্ত।

সর্বশেষ দলটির পেসার প্রসিধ কৃষ্ণা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে এই তারকার জন্য দুঃখের খবর, ভারতের ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে স্ট্যান্ডবাই ক্রিকেটার ছিলেন তিনি। তাই সেই সফরে শঙ্কায় রয়েছেন তিনি।

কৃষ্ণার করোনার খবর নিশ্চিত করে ক্রিকবাজ জানায়, আহমেদাবাদে যখন দলের বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ের আক্রান্ত হয়েছিলেন কৃষ্ণা তখন নেগেটিভ ছিলেন।  

কৃষ্ণার এখন ইংল্যান্ড সফর ঝুলে রয়েছে তার করোনা নেগেটিভ ও ফিটনেসের ওপর। যেমনটি রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহার ক্ষেত্রে।

এর আগে কলকাতার আরেক ক্রিকেটার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সেইফার্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।