ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ব্যবধানে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১০, ২০২১
ইনিংস ব্যবধানে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এক ইনিংস ও ১৪৭ রানে হেরেছে।

সফরকারীদের রানপাহাড়ে চাপা পড়েছিল জিম্বাবুয়ে। হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে তারা গুঁড়িয়ে যায় ১৩২ রানে। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শাহীন আফ্রিদি ও নোমান আলীর বোলিং তোপে ২৩১ রানে অলআউট হয়েছে তারা।

৯ উইকেটে ২২০ রান নিয়ে সোমবার চতুর্থ দিনে মাঠে নামে ব্র্যান্ডন টেইলরের দল। ৫ ওভার খেলে ১১ রান যোগ করে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। শাহীন আফ্রিদি ও নোমান আলী ৫টি করে উইকেট নিয়েছেন।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করে।

এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাবর আজমের দল। অপরাজিত ২১৫ রানের ইনিংস খেলা আবিদ আলী ম্যাচ সেরা হয়েছেন।

সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেসার হাসান আলী।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।