ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় এবার ভারতীয় সাবেক পেসারের বাবার মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১২, ২০২১
করোনায় এবার ভারতীয় সাবেক পেসারের বাবার মৃত্যু

আইপিএল স্থগিত হওয়ার সপ্তাহ আগেই বাবার করোনা ধরা পড়ায় আসরটির ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফিরে যান আর পি সিং। তবে শেষ রক্ষা হল না।

এই কোভিডেই প্রাণ হারালেন ভারতীয় সাবেক এই পেসারের বাবা শিব প্রসাদ সিং।

প্রসাদ সিং ভর্তি ছিলেন লখনৌয়ের এক হাসপাতালে। সেখান থেকে আর ফিরে আসেননি। যেখানে করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল ভারত। চলে যাচ্ছেন একের পর এক ক্রীড়া ব্যাক্তিত্ব। অনেক ক্রীড়াবিদ হারাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যদেরও।

এর আগে প্রয়াত হন দেশটির স্পিনার পিযূষ চাওলার বাবা। বাবাকে হারিয়েছেন রাজস্থান রয়্যালস ক্রিকেটার চেতন সাকারিয়া।

এছাড়া মাকে হারিয়েছেন কলকাতা মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। কোভিডের সঙ্গে লড়াইয়ে হারতে হয়েছে ভারতের নারী ক্রিকেট দলের সদস্য বেদা কৃষ্ণমূর্তির মা ও বোনকেও।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।