ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাড়ে ৩২ কোটিতে বিসিবির টাইটেল স্বত্ব বিক্রি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ২২, ২০২১
সাড়ে ৩২ কোটিতে বিসিবির টাইটেল স্বত্ব বিক্রি বিসিবির টাইটেল স্বত্ব কিনে নিয়েছে দেশীয় তিনটি প্রতিষ্ঠান। ছবি: শোয়েব মিথুন

সম্প্রচার স্বত্বের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাইটেল স্বত্ব বিক্রি হলো। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের মাটিতে সব সিরিজের টাইটেল স্বত্ব কিনে নিয়েছে দেশীয় তিনটি প্রতিষ্ঠান।

এতে বিসিবি পেয়েছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। টাইটেল স্বত্ব কিনেছে আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।

জানা গেছে, বিসিবির ভিত্তি মূল্যের চেয়ে বেশি দামেই ওই তিনটি কম্পানি টাইটেল স্বত্ব কিনেছে। শনিবার  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্বের কথা জানানো হয়। রোববার থেকে শুরু হতে চলা সিরিজের নাম হবে 'বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন। '

ওয়ালটন অনেক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক সিরিজের স্পন্সর হিসেবে আছে। আর চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর ছিল আলেশা মার্ট। এখন থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রধান টাইটেল স্পন্সর হিসেবে থাকবে আলেশা হোল্ডিংস লিমিটেডের কোনো পণ্য এবং সহযোগী হিসেবে থাকবে ওয়ালটনের কোনো পণ্য।

উল্লেখ্য শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান 'ব্যান টেক। '

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।