ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মে ২৫, ২০২১
সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে। মিরপুরে মঙ্গলবার (২৫ মে) খেলা শুরু দুপুর ১টায়।

প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা।

এর আগে জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে সুপার লিগে যাত্রা শুরু করে বাংলাদেশ।

এরপর নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ হেরে আসলেও ঘরের মাঠে আবারও লঙ্কানদের হারিয়ে জয়ে ফিরেছে টাইগাররা। প্রথম ম্যাচে অধিনায়ক তামিমের সঙ্গে রান পেয়েছেন মুশফিক, রিয়াদও।

বল হাতে দারুণ করেছেন মিরাজ। কিন্তু কাটেনি সাকিবের ব্যাটের রান খরা। দ্বিতীয় ওয়ানডেতে সাকিব স্বরূপে ফিরলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়টা সহজ হবে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মে ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।