ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পরপর দুই ওভারে আফিফ-মিরাজের বিদায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ২৫, ২০২১
পরপর দুই ওভারে আফিফ-মিরাজের বিদায় ছবি: শোয়েব মিথুন

পরপর দুই ওভারের ব্যবধানে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ আউট হলেন। দলীয় ১৮৪ রানের মাথায় ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৮.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (৭৬) ও সাইফউদ্দিন।

মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৮৭ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৫৮ বলে ব্যক্তিগত ৪১ রানে স্কুপ করতে গিয়ে লক্ষণ সান্দাকানের শিকার হন রিয়াদ। ব্যাটিংয়ে থাকা মুশফিক অবশ্য ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির দেখা পান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম ফিফটি। আর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলীয় দেড়শ রান পার করেছেন তিনি।

মোসাদ্দেক হোসেন সৈকতের বিদায়ে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। আর দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে স্বাগতিকরা। লক্ষণ সান্দাকানের বলে লেগ সাইডে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কুশল পেরেরার তালুবন্দি হন মোসাদ্দেক (১০)।

তামিম-সাকিবের দ্রুত বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাশ। তবে ১২তম ওভারে এসে ধৈর্য হারান এই ওপেনার। লক্ষণ সান্দাকানের সাধারণ মানের বলটি শর্টে ফিল্ডিং করা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে তুলে দেন। ৪২ বলে ২টি চারে ২৫ রান করেছেন লিটন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান তামিম ইকবাল। ইনিংসের প্রথম ওভারে ৩টি চারে ১৩ রান করা আক্রমণাত্মক তামিম দ্বিতীয় ওভারে আসা দুশমন্থ চামেরার প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। একই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত শূন্য রানে এলবি হয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে। যেখানে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মে) খেলা শুরু হয় দুপুর ১টায়। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। আর এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে।

এ ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে অভিষেক হলো শরিফুল ইসলামের। এছাড়া মিডঅলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বদলে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে অপরিবর্তিত রয়েছে লঙ্কান দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক/উইকেটরক্ষক), পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সন্দাকান, দুশমন্ত চামেরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।