ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। একইসঙ্গে ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

মঙ্গলবার (২৫ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপ সুপার লীগের শীর্ষস্থান অর্জন করেছি।  

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দেবে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।