ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসে সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ২৭, ২০২১
সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএলের আসছে মৌসুমে খেলবেন সাকিব আল হাসান। এমনটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।

সিপিএলের অফিসিয়াল টুইটার পেজে সাকিবের বোলিংয়ের একটি ভিডিও দিয়ে লেখা হয়েছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব। ’

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল।

এর আগে সিপিএলে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব। ২০১৩ সালে সর্বপ্রথম বার্বাডোজে খেলেন সাকিব। দুদলের হয়েই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার।  

অবশ্য ২০২০ সালে নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই স্পিন অলরাউন্ডার।

Guess who's back??? @Sah75official is back with the @JAMTallawahs for CPL 2021. #CPL21 #ShakibAlHasan #CPLDraft #CricketPlayedLouder pic.twitter.com/akxiPHQyEQ

— CPL T20 (@CPL) May 27, 2021

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।