ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের নেতৃত্বে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২৯, ২০২১
মোহামেডানের নেতৃত্বে সাকিব আল হাসান সাকিব আল হাসান/ছবি: শোয়েব মিথুন

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বল হাতেও দেখা মেলেনি চেনা সাকিবের।

 এবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।  

এক বিবৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটি সাকিবকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে খেলতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব। তার যুক্তি ছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজেকে প্রস্তুত করা। কিন্তু আইপিএলে ৪ ম্যাচে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। সেই তিনিই এবার পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) 'না' বলে দেশের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ডিপিএল। ১২টি দল এতে অংশ নেবে। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। মোহামেডানে সাকিব ছাড়াও আছেন শামসুর রহমান শুভ, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভগত হোম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ২৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।