ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো ব্যাটে প্রাইম ব্যাংকে জেতালেন তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩১, ২০২১
ঝড়ো ব্যাটে প্রাইম ব্যাংকে জেতালেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবালের ঝড়ো ব্যাটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

সোমবার (৩১ মে) বিকেএসপির ৩ নাম্বার মাঠে বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা গাজী ৫ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ২২ বলে ঝড়ো ৪৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছক্কা। এছাড়া ২৫ রান করেন রনি তালুকদার।

গাজী গ্রুপের হয়ে ২টি উইকেট পান মেহেদি হাসান। এক উইকেট দখল করেন মাহমুদউল্লাহ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জাকির হাসানের অপরাজিত ২৬ রানে কোনোরকম সংগ্রহ পায় গাজী। ১৬ রান করেন ওপেনার মেহেদি।

প্রাইম ব্যাংকের হয়ে মোস্তাফিজুর রহমান ও নাঈম হাসান ২টি করে উইকেট পান। এক উইকেট পান শরিফুল ইসলাম।

দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্ট, ৩১ মে, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।