ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আলাউদ্দিন বাবুর দুর্দান্ত হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৩, ২০২১
আলাউদ্দিন বাবুর দুর্দান্ত হ্যাটট্রিক

পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে এ কীর্তি গড়েন ২৯ বছর বয়সী পেসার।

বৃহস্পতিবার (০৩ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলী ও সোহাগ গাজী এবং শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন আলাউদ্দিন বাবু।

এ ম্যাচে বাবুর বোলিং ফিগার ৩.১ ওভারে ২১ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সেরা বোলিংয়ের রেকর্ড।

রূপগঞ্জ অলআউট হয় ১১১ রানে। প্রথম হ্যাটট্রিকের সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথমবার চার উইকেটের স্বাদও পান আলাউদ্দিন।

হ্যাটট্রিক পাওয়া অন্য চার বোলার হলেন আল-আমিন হোসেন (দুইবার), আলিস আল ইসলাম,  মানিক খান, কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।