ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফউদ্দিনে বাজিমাত আবাহনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
সাইফউদ্দিনে বাজিমাত আবাহনীর

মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ডিং নৈপুণ্যে ভর করে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে আবাহনী লিমিটেড। তবে জয়-পরাজয় ছাপিয়ে ওল্ড ডিওএইচএস-এর প্রশ্নবিদ্ধ ব্যাটিং নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটপাড়ায়।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ দিন বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২২ রানে জয় পায় মুশফিকুর রহিমের আবাহনী।

মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তোলে আবাহনী। কবজির চোটে এই ম্যাচেও খেলতে পারেননি লিটন দাস। নাঈম ২১ বলে ৩ চার ১ ছক্কায় ২৩ রান করেন। আরেক ওপেনার মুনিম ১৩ বলে ১৬ করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ১০ রানে জীবন পেয়ে ১১ রানে আবার ক্যাচ তুলে দেন। মুশফিক আউট হন ৬ রানে। মোসাদ্দেক ৮ রানে আউট হওয়ায় ৭২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে আবাহনী। এরপর সাইফউদ্দিন (৪০) ও আফিফ হোসেন (২৭*) ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৬১ রানের জুটি গড়ে আবাহনীকে রক্ষা করেন। সাইফউদ্দিন মাত্র ১৯ বল স্থায়ী ইনিংসটি ২টি চার ৩টি ছক্কায় সাজিয়েছেন।

ওল্ড ডিওএইচের সামনে ১৯ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৩৬ রানের। খেলা ছাপিয়ে আলোচনায় চলে আসে তাদের ব্যাটিং। রান তাড়া করতে নেমে তারা ১৯ ওভারে ১৩৩ রানে থামে। কিন্তু হাতে তখনো ৭ উইকেট! প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ওল্ড ডিওএইচ কি আসলেই জিততে চেয়েছিল? আগ্রাসী ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৭ বলে করেন ২০ রান। আরেক ওপেনার রাকিন আহমেদ প্রায় ১৫ ওভার উইকেটে থেকে আউট হন ৪৪ বলে ৪৩ করে। আগের ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় তিনে নেমে করেন ২০ বলে ১৫। হাতে ৭ উইকেট রেখে বলপ্রতি রান করতে না পারা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল!

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা সাইফউদ্দিন পরে বল হাতে ৪ ওভারে ১৫ রান খরচে নিয়েছেন ১ উইকেট। এছারা আরাফাত সানি ১ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১৩ রান। বাকি উইকেট শহিদুল ইসলামের।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাইফউদ্দিন।

এই নিয়ে ২ ম্যাচের ২টিতেই জয় পাওয়া আবাহনী পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। সমান জয় নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।