ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুন ৫, ২০২১
লর্ডসে বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিন

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম দুইদিন মাঠে খেলা গড়ালেও বৃষ্টির কারণে তৃতীয় দিনে একটি বলও গড়ায়নি।

লর্ডসে শুক্রবার সারাদিনই বৃষ্টি হয়েছে। ফলে অনেক চেষ্টার পরও খেলা সম্ভব হয়নি। চতুর্থ ও পঞ্চম দিনে তাই একটু আগে দিনের খেলা শুরু করা হবে। ৯৮ ওভার করে খেলা হবে বাকি দিন।

এই টেস্টে দুদলই সমান সমান অবস্থানে রয়েছে বলা যায়। টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৭৮ রান করেছে কেন উইলিয়ামসনের দল। দলের অভিষিক্ত ব্যাটসম্যান ডেভন কনওয়ে করেছেন ২০০ রান। আর নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১১১ রানে তুলেছে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।