ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের টানা দ্বিতীয় পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ৮, ২০২১
সাকিবদের টানা দ্বিতীয় পরাজয়

বৃষ্টির কারণে খেলা গড়ালো দলপ্রতি ৬ ওভার করে। আর সেখানেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় পরাজয় দেখলেন সাকিব আল হাসানরা।

মঙ্গলবার বিকেএসপির ৪ নাম্বার মাঠে দোলেশ্বরের দেওয়া ৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। দলীয় সর্বোচ্চ ১৪ বলে ২২ রান করেন অধিনায়ক সাকিব।

দোলেশ্বর বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৩টি উইকেট শিকার করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরান উজ্জামান ও শামীম হোসেনে ঝড়ো ব্যাটে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানের ভালো সংগ্রহ পায় দোলেশ্বর। ইমরান ১৪ বলে ২টি চার ও ৫টি চক্কায় ৪১ রান করেন। আর শামীম ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

মোহামেডানের আবু জায়েদ রাহী ২টি উইকেট দখল করেন।

৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দোলেশ্বর। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।