ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আড়াই দিনে ক্যারিবীয়দের হারাল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
আড়াই দিনে ক্যারিবীয়দের হারাল প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র আড়াই দিনেই ইনিংস ও ৬৩ রানে হেরেছে তারা।

ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্রোটিয়ারা।

সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকা তাদের একমাত্র ইনিংসে ৩২২ রানে অলআউট হয়েছিল। দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেন কুইন্টন ডি কক। ১৭০ বলে ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন অ্যাইডেন মার্করাম।

প্রথম ইনিংসে ৯৭ রান করা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। রোস্টন চেজ সর্বোচ্চ ৬২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া নেন তিনটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।