ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ড দল ঘোষণা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ভারতের বিপক্ষে ফাইনালের দলে জায়গা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে দুই ইনিংসে ৪ উইকেট পাওয়া স্পিনার এজাজ প্যাটেলের। তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, বিজে ওয়াটলিং, টম বান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, এজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।