ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সুপার ওভারের রোমাঞ্চ শেষে জিতলো মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২১
সুপার ওভারের রোমাঞ্চ শেষে জিতলো মোহামেডান

জিততে হলে শেষ ওভারে মাত্র ৬ রান করলেই হতো খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। কিন্ত আবু জায়েদ রাহির ওই ওভারে তারা নিতে পারল ৫ রান।

ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর তাতে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বুধবার বিকেএসপিতে বৃষ্টি বাধায় খেলা শুরু হয় দেরিতে। এরপর ম্যাচ শুরু হলেও বৃষ্টি হানা দেয়। পরে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। তাতে ৯ উইকেটে ৮৮ রানের পুঁজি পায় মোহামেডান।  

জবাবে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানেই থামে খেলাঘরও। যদিও রান তাড়ায় ভালোই খেলছিল দলটি। জহুরুল ইসলামের ১৫ বলে ২৮ এবং মাসুম খানের ১৭ বলে ৩৩ রানে জয়ের কাছাকাকছি চলে গিয়েছিল তারা।  

শেষ দুই ওভারে খেলাঘরের দরকার ছিল মাত্র ১৩ রান। কিন্তু শুভাগত হোমের নবম ওভারে আসে ৭ রান। আর শেষ ওভারের ওই ৬ রানের সহজ লক্ষ্য পেরোতে পারেনি তারা।

সুপার ওভারে ১৩ রান করেছিল খেলাঘর। জবাবে ১ বল হাতে রেখেই ১৪ রান তুলে ফেলেন মোহামেডানের আব্দুল মজিদ ও ইরফান শুক্কুররা।

এই জয়ে সুপার লিগ পর্ব নিশ্চিত করল মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।