ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
জয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তামিমরা

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছে প্রাইম ব্যাংক। একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি।

বুধবার (১৬ জুন) ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে লিগের অষ্টম জয় তুলে নিয়েছে তারা। এর ফলে শীর্ষস্থান ধরে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

টসে হেরে ব্যাট করতে নামে ব্রাদার্স। তবে কিছুক্ষণ পর বৃষ্টি নামায় ম্যাচ ১২ ওভারে নেমে আসে। ব্রাদার্স এ সময়ে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২ ওভারে প্রাইম ব্যাংক টার্গেট পায় ৮৪ রান। ৬ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের তামিম ইকবাল ২৬ বলে ২৯ রান করেন। এছাড়া ২২ বলে ২৮ রান করেন মোহাম্মদ মিঠুন। ব্রাদার্স হারলেও আলাউদ্দিন বাবু দুর্দান্ত বোলিং করেছেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।