ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
ফের আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

পারফরম্যান্সে প্রভাব পড়ার ভয়ে অধিনায়কের দায়িত্ব নিতে ভয় পান বলে কদিন আগেই জানিয়েছিলেন রশিদ খান। কিন্তু এই লেগ স্পিনারের কাঁধেই আবার আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার দেওয়া হলো।

 

মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে রশিদ খানের সহকারী হিসেবে নাজিবউল্লাহ জাদরানের নাম ঘোষণা করা হয়েছে।  

গত মে মাসে আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় এসিবি। এরপর বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

আফগানদের নেতৃত্বে রশিদ খান এর আগেও ছিলেন। ২০১৯ বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্বের পালাবদলে টি-টোয়েন্টির দায়িত্ব পান তিনি। দুই মাস পর তাকে তিন সংস্করণেই অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে আফগানরা ১০ ম্যাচের ৭টিতে জিতলেও আট মাস পর তাকে সরয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।