ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে করোনাক্রান্ত ভারতীয় ক্রিকেটার পন্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
ইংল্যান্ডে করোনাক্রান্ত ভারতীয় ক্রিকেটার পন্থ

ভীতিটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে তিন সপ্তাহের ছুটির মাঝে দুঃসংবাদ শুনলো ভারত।

দলের অন্তত একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

কোভিড পজিটিভ হওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ অবশ্য মূল দলের সঙ্গে ডারহামে যাবেন না। যেখানে আগামী ২০ জুলাই কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের আগে ভারতীয় দল বৃহস্পতিবার অনুশীলনের জন্য সেখানে যাওয়ার কথা রয়েছে।

করোনা পজিটিভ হওয়া এই ক্রিকেটারের সম্পর্কে প্রথমে কিছুই জানা যায়নি। পরে অবশ্য বোর্ডের  এক সূত্র ইএসপিএনক্রিকইনফোকে ব্যাপারটি জানিয়েছে। সেই ক্রিকেটারকে টেস্ট করা ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস দ্রুত তার নাম জানিয়ে দেবে।

এই ক্রিকেটারকে তিন সপ্তাহের ছুটিতে জনসমাগমে যেতে দেখা গিয়েছিল।

সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দলের প্রথমসারির ৭ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। ফলে পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা দ্বিতীয়সারির স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।