ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবার মৃত্যু, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন আমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
বাবার মৃত্যু, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন আমিনুল

জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে থাকা অবস্থায় ভয়ানক দুঃসংবাদ শুনলেন আমিনুল ইসলাম। তার বাবা আব্দুল কুদ্দুছ আর নেই।

ফলে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসছেন এই লেগ স্পিনার।

বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন আমিনুলের বাবা। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।  

আমিনুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুছ হৃদরোগে ভূগছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার সবচেয়ে বড় অবদান তার বাবার। সিএনজি অটোরিকশা চালিয়ে তিনি ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে ভূমিকা রেখেছেন। আব্দুল কুদ্দুছই আমিনুলকে নিয়ে যান দেশের খ্যাতিমান কোচ ওয়াহিদুল গণির কাছে।  

আমিনুলও তার বাবার স্বপ্ন পূরণে নিজেকে উজার করে দেন। সুযোগ পান জাতীয় দলে। বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিনুলের।  ২১ বছর বয়সী এই লেগ স্পিনার এখনও পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।